
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে যমুনা নদীর কালিহাতী উপজেলার অংশে এই অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা।
অভিযানে ৭ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।
এছাড়াও এ অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ ২০২৫ এর ধারা ৫ অনুযায়ী পৃথক দুটি মামলায় অভিযুক্তদের মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা জানান, মা ইলিশ রক্ষায় আগামী (২৫ অক্টোবর) পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।