
মমিনুল হক ॥
টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাতা বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে তার সমর্থিত নেতাকর্মীরা ছাতা বিতরণ করেন।
জানা যায়, গালা ইউনিয়নে বিভিন্ন সরকারি প্রাইমারি স্কুল এবং মাদ্রাসার শিক্ষকদের মাঝে এ ছাতা উপহার দেয়া হয়। ছাতা বিতরণে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মমিনুল হক খান নিকছন। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মতো গণতন্ত্রে বিশ্বাসী দ্বিতীয় কোনো নেত্রী বাংলাদেশে নেই। তিনি ক্ষমতায় থাকাকালে দেশের আমূল পরিবর্তন করেছিলেন। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে বিরল পরিবর্তন ঘটিয়েছেন। নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থার প্রচলন করেছেন। অন্যদিকে আরেক নেত্রী দেশের মানুষকে ১৭ বছর অত্যাচার নির্যাতন করেছে। হত্যা, গুম, খুন ও টাকা লুট করে বিদেশে পাচার করেছেন। যার পরিণতি দেশের মানুষকে ভোগ করতে হয়েছে।
তিনি আরও বলেন, আগামীর নির্বাচনে দেশের নেতৃত্ব দিবেন তারেক রহমান। তার ৩১ দফার মধ্যে এদেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি রয়েছে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তাই আসন্ন সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসনাত শিল্পী ছাড়াও ইউনিয়ন বিএনপি, ছাত্রদলসহ স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।