
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর থানার ৯ বছরের ছেলে শিশুকে বলাৎকারের ঘটনায় আইনের সহিত সংঘাতে জড়িত শিশু অপু মিয়া (১৭) গ্রেফতার হয়েছে। টাঙ্গাইল র্যাব-১৪ সিপিসি-৩ এর অভিযানে রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া তালুকদার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১৩ অক্টোবর) সকালে সিপিসি-৩ র্যাব-১৪ টাঙ্গাইলের অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) লুৎফা বেগম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে ও মামলার এজাহারের বিবরণে জানা যায়, বাদীর পার্শ্ববর্তী গ্রামের ধৃত আইনের সহিত সংঘাতে জড়িত শিশু অপু মিয়া (১৭) খেলাধুলার কথা বলে বাদীর ছেলেকে মাঝে মধ্যে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ঘটনার দিন গত (৫ অক্টোবর) বিকালে ভিকটিমকে মজো খাওয়ার কথা বলে জোরপূর্বক নৌকায় তুলে বাদীর বাড়ির দক্ষিন-পশ্চিম চকে ধনচে ক্ষেতের মধ্য নিয়ে নৌকার ভিতর ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বলাৎকার করে।
উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মির্জাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, তারিখ-১০ অক্টোবর ২০২৫খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন আইন – ২০০০ (সংশোধনী/২০২৫) এর ৯(১)। উক্ত মামলা রুজুর পর সিপিসি-৩ র্যাব-১৪, টাঙ্গাইল ছায়াতদন্ত শুরু করে।
এরই প্রেক্ষিতে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আইনের সহিত সংঘাতে জড়িত শিশু অপু মিয়া (১৭) এর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল জেলার সদর থানাধীন ভাতকুড়া তালুকদার পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ধৃত আইনের সহিত সংঘাতে জড়িত শিশু অপু মিয়া (১৭) এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।