
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পৌর শহরের ১নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা শনিবার (১৮ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা আমীর আহসান হাবিব মাসুদ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, টাঙ্গাইল শহর আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, টাঙ্গাইল শহর সেক্রেটারি অধ্যাপক সাইফুল ইসলাম, টাঙ্গাইল শহর ১৮নং ওয়ার্ড আমীর জহির উদ্দিন বাবর, টাঙ্গাইল শহর ২ নং ওয়ার্ড আমীর শামসুল হক।
টাঙ্গাইল পৌর শহরের ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর শহর নায়েবে আমীর খঃ আব্দুর রহিম এতে সভাপতিত্ব করেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।