
গোপালপুর সংবাদদাতা ॥
বিগত ২০০৬ সালের (২৮ অক্টোবর) ঢাকার পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গোপালপুর উপজেলা জামায়াতে ইসলামী। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে গোপালপুর থানার সামনে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি থানা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হুমায়ুন কবির। এছাড়া উপজেলার ইউনিয়ন ও পৌর শাখার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, বিগত ২০০৬ সালের (২৮ অক্টোবর) ঢাকার পল্টনে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণভাবে সমাবেশের আয়োজন করেছিল। কিন্তু আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নির্দেশে তাদের সন্ত্রাসী বাহিনী লগি-বৈঠা নিয়ে হামলা চালিয়ে জামায়াত ও শিবির কর্মীদের উপর নৃশংস হত্যাযজ্ঞ চালায়। এতে ১৪ জন কর্মী শহিদ হন। বক্তারা অভিযোগ করে বলেন, এতো বছর পেরিয়ে গেলেও ওই হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি।
বক্তারা আরও বলেন, আমরা ঢাকার পল্টনের সেই শহিদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানাই এবং হত্যাকারী সন্ত্রাসী ও হুকুমদাতা শেখ হাসিনার বিচার দাবি করছি।






