
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালিহাতী উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন জানান, সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করতে প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করছে। তারই ধারাবাহিকতায় কালিহাতী উপজেলায় এই কর্মসূচির আওতায় ৫ হাজার কৃষককে ১ কেজি করে সরিষা বীজ সাথে ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান।
এছাড়া ২০০ জন কৃষককে ২০ কেজি করে গম বীজ সাথে ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান। ১০০ জন কৃষককে ১০ কেজি করে চিনাবাদাম বীজ সাথে ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার প্রদান।
এছাড়া ১০০ জন কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি করে মসুর ডাল বীজ, সাথে ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার প্রদান। ১০০ জন কৃষক ৮ কেজি করে খেসারি ডাল বীজ, সাথে ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার প্রদান। ৬০ জন কৃষককে ১ কেজি করে হাইব্রিড সূর্যমুখী বীজ, সাথে ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহাদৎ হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






