
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় কাজি অফিসে আগুন লেগে ৫২ বছরের নিকাহ্ রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে সদর ইউনিয়ন কাজি অফিসে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। ঘটনাটি পরিকল্পিত নাশকতা বলে দাবি সংশ্লিষ্ট কাজির।
জানা যায়, দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মৃত কাজি মিজানুর রহমান খান বিগত ১৯৭০ সাল থেকে দেলদুয়ার সদর ইউনিয়নের কাজি হিসেবে নিকাহ্ রেজিস্ট্রেশন করে আসছিলেন। তার মৃত্যুর পর ছেলে বোরহান উদ্দিন একই কাজে স্থলাভিসিক্ত হন। বিগত ১৯৭০ থেকে ২০২২ সাল পর্যন্ত ৫২ বছরের সমস্ত নিকাহ্ রেজিস্টার এবং এ সংক্রান্ত সকল নথিপত্র একটি চৌচালা টিনের ঘরে সংরক্ষিত ছিল।
এ বিষয়ে কাজি বোরহান উদ্দিন বলেন, রাত ৩টার দিকে পাশের ঘর থেকে শব্দ পেয়ে বের হয়ে দেখতে পাই আগুন দাউ দাউ করে জ্বলছে। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিই। কিন্তু ৪ কিলোমিটার দূর থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার আগেই ঘরের ভিতর সেলফ এবং আলমিরাতে সংরক্ষিত নিকাহ্ সংক্রান্ত সকল রেজিস্ট্রার পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ১০/১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি পূর্ব পরিকল্পিত নাশকতা বলে ধারনা করা হচ্ছে।
এ ব্যাপারে দেলদুয়ার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের লাইনম্যান নূরে আলম বলেন, ঘরটিতে বিদ্যুৎ সংযোগে ব্যবহৃত মিটারের কোনও প্রকার ক্ষতি হয়নি। সেহেতু আগুনের সূত্রপাত শর্ট সার্কিট থেকে হয়নি এটা নিশ্চিত বলা যায়।






