
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর থেকে র্যাবের অভিযানে ডাকাতি মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাতে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার নাসির গ্লাস ফ্যাক্টরীর সামনে অভিযান পরিচালনা করে কুষ্টিয়ার দৌলতপুরের ডাকাতি মামলার আসামী সামাদ মন্ডলকে (৩৫) গ্রেফতার করে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল ক্যাম্পে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন এ তথ্য জানান।
মেজর কাওসার বাঁধন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মোক্তার হোসেন (৪৮) কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। ঘটনার দিন গত (২৬ সেপ্টেম্বর) রাত আড়াইটায় আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে বাদীর বাড়ির বাউন্ডারির টিনের বেড়া কেটে ঘরে ভিতরে প্রবেশ করে। এ সময় বাদী ও তার পরিবারের লোকজনকে মারপিট শুরু করে এবং গুলি করে হত্যার হুমকি দিয়ে পরিবারের সকল সদস্যদের মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ তিন লক্ষ টাকা এবং গরু, ছাগল, মুরগি লুট করে। ডাকাতরা আনুমানিক ছয় লাখ ৫৭ হাজার পাঁচশত টাকা নিয়ে আসামীরা পালিয়ে যায়।
উক্ত ঘটনায় মোক্তার হোসেন (৪৮), পিতা-মৃত রেজাউল হক, সাং-বাগোয়ান টেনশন বাজার, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়েরের পর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতার করতে কার্যক্রম গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এবং সদর কোম্পানি, র্যাব-৪, মিরপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে বুধবার (২৯ অক্টোবর) সাড়ে ১১ টায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে হতে উক্ত মামলার এজাহারভুক্ত ২নং আসামি সামাদ মন্ডল (৩৫), পিতা ভাদু মন্ডল, সাং-মাদাপুর মিস্ত্রিপাড়া, থানা-দৌলতপুর, জেলা- কুষ্টিয়া কে গ্রেফতার করা হয়।
ধৃত ডাকাতি মামলার আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।






