
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ, কালিহাতীর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা।
এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল- সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়। আলোচনা সভায় ব্রাইট বিজনেসম্যান কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, শিক্ষক মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির প্রতিনিধি, কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভার পূর্বে সমবায় শক্তি, সমবায় মুক্তি স্লোগানে অংশগ্রহণকারীরা ঐক্য ও সহযোগিতার প্রতীক হিসেবে র্যালিতে অংশ নেন। বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় মিলনায়তনে এসে শেষ হয়।
সভায় বক্তারা বলেন, ১৮৪৪ সালে ইংল্যান্ডের রচডেল শহরে কিছু তাঁতি ও শ্রমিক মিলে প্রথম সফল আধুনিক সমবায় সমিতি গঠন করেন। সমবায় একটি সামাজিক ও অর্থনৈতিক আন্দোলন, যা মানুষের পারস্পরিক সহযোগিতা ও ন্যায্য ভাগাভাগির ভিত্তিতে গড়ে ওঠে। ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের প্রায় ১৯৪টি দেশে সমবায় কার্যক্রম চালু রয়েছে। একটি জাতিকে এগিয়ে নিতে চাইলে সমবায় ব্যবস্থার বিকল্প নেই। তারা দেশের সার্বিক উন্নয়নে সমবায় আন্দোলনের প্রসার কামনা করেন।






