
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইলে গ্রেট হার্ট হাই স্কুল সংলগ্ন খেলার মাঠে স্কুলের শ্রেণি ভিত্তিক বার্ষিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় স্কুলের অষ্টম শ্রেণি দলকে হারিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীরা জয়লাভ করেছে। ফাইনাল খেলায় অষ্টম শ্রেণি দলকে (১-০) গোলে হারিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীরা জয়লাভ করে। খেলা শেষে প্রধান অতিথি ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।
গ্রেট হার্ট হাই স্কুলের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র সাহার সভাপতিরত্ব অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, ঘাটাইল সরকারি পাইলট গণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান মিয়া, গ্রেট হার্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়ামিন হাসান। এ সময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের খেলা দেখতে তাদের সহপাঠী ও শিক্ষক ছাড়াও স্থানীয় উচ্ছুক জনতা উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এ রকম খেলাধুলার ব্যবস্থা করলে অনলাইন জুয়া বা নেশায় আসক্তি হতে দুরে থাকবে শিক্ষার্থীরা।
গত (১৫ অক্টোবর) থেকে স্কুলের অভ্যন্তরীণ বার্ষিক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট সাতটি দল অংশ নেয়।






