
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের এমপি লুৎফর রহমান খান আজাদকে দলীয় মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ মিছিল ও টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক
অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন তার কর্মী-সমর্থকরা। ফলে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে টায়ারে আগুন জ্বালিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে রাখেন তারা।
এর আগে উপজেলা সদরের বীর ঘাটাইলে সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ সমর্থকরা সমাবেশ করেন। সমাবেশে এ আসনের চারবারের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলাম, ঘাটাইল পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মঞ্জুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরের নাম ঘোষণা করা হয়েছে।






