
স্টাফ রিপোর্টার ॥
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে আলোচনা সভা ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। শুক্রবার (৭ নভেম্বর) বেলা ৩টায় কালিহাতী পৌরসভা অডিটোরিয়াম হলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মোহর আলীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শুকুর মাহমুদ, মালয়েশিয়া শাখা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, সাবেক ড্যাব নেতা অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার, জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক একেএম আব্দুল আউয়াল।
এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছার আলী সিকদার, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রহিমা আক্তার, টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার মনিরুল ইসলাম, এপিপি এডভোকেট মোবারক হোসেন, যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম ও ফিরোজ, পৌরসভার সাবেক কমিশনার মোহাম্মদ আলী ও এনামুল হক, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সেলিম রেজা, সাবেক যুবদল নেতা শরিফ মোল্লা এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রশিদুল ইসলাম রতন, সাবেক ছাত্রদল নেতা রাকিব মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, (৭ নভেম্বরের) চেতনা আজও প্রাসঙ্গিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে ভূমিকা রেখেছিলেন, সেই আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এর আগে উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।






