
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে মির্জাপুর মিনি স্টেডিয়াম থেকে গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মির্জাপুর মিনি স্টেডিয়ামে এসে সমাবেশ করে।
সমাবেশে মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবং টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ষষ্ঠবারের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের শিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক আলম মৃধা প্রমুখ বক্তব্য রাখেন।






