স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে রিকশা শ্রমিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবাল।
টাঙ্গাইল জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের আহবায়ক আব্দুস সবুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ প্রমুখ।
এ সময় বিএনপির অন্যান্য নেতাকর্মী ও রিকশা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনয়ন এখনো ঘোষণা করা হয়নি। আমরা এই আসন থেকে সদরের ছেলে ফরহাদ ইকবালকে মনোনয়ন দেয়ার দাবি করছি। আশা করছি সকল বিবেচনায় দল ফরহাদ ইকবালকে মনোনয়ন দিবে।