
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে র্যাবের অভিযানে কিশোরী ধর্ষন মামলার পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামীর নাম সোনা মিয়া ওরফে মকরম (৩০)। তার বাড়ি দেলদুয়ার উপজেলায়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের নন্দবয়ড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৪ নভেম্বর) র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের কমান্ডার মেজর কাউসার বাঁধন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
দেলদুয়ার থানায় ধর্ষণ মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর নাবালিকা কন্যা এবং গ্রেফতার হওয়া আসামী সোনা মিয়া পূর্ব পরিচিত এবং একই এলাকার বাসিন্দা। গত (২৪ আগস্ট) বিকেলে বাদীর বাড়িতে কেউ না থাকার সুযোগে সোনা মিয়া বাদীর বসত ঘরে প্রবেশ করে বাদীর নাবালিকা কন্যা ভিকটিমের মুখ চেপে ধরে ঘর হতে টেনে বের করে ঘরের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত (২৪ আগস্ট) দেলদুয়ার থানায় ধর্ষন মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং আসামীকে গ্রেফতারের জন্য কার্যক্রম গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল দীর্ঘ ২ মাসের প্রচেষ্টায় তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের নন্দবয়ড়া এলাকা হতে আসামী সোনা মিয়া ওরফে মকরমকে গ্রেফতার করে।
আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।






