স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
গোছল করতে গিয়ে নদীতে ডুবে মারা গেছেন মঙ্গল বিশ্বাস (৫০)। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের গাছ কুমুল্লী গ্রামের মৃত হরি মহন বিশ্বাসের ছেলে। সোমবার (১৭ নভেম্বর) ধলেশ্বরী নদী থেকে তারা লাশ উদ্ধার করা হয়েছে।
এর আগে রোববার (১৬ নভেম্বর) বিকেলে তিনি ধলেশ্বরী নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হন। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮ ঘটিকার সময় মঙ্গলের লাশ নদীতে ভেসে উঠে। পরে দেলদুয়ার থানায় খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান জানান, পানিতে ডুবে সনাতন ধর্মাবলম্বীর একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরীর পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।