স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (১৭ নভেম্বর) সকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আত্নার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে।
এ সময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, সংগঠক শোয়েব মাহমুদ, খাইরুল কবির, টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল, জাতীয় কৃষক শক্তির প্রধান সমন্বয়কারী আজাদ খান ভাসানী উপস্থিত ছিলেন।
এছাড়া যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক সৈয়দ ইমতিয়াজ জাভেদ, যুব শক্তির জেলা আহবায়ক মীর সায়মন ইসলাম, মূখ্য সংগঠক মজনু মিয়া, ছাত্র শক্তির কেন্দীয় মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সিয়াম, কেন্দ্রীয় সদস্য জাবের, খলিলুর রহমান, জাকসুর নির্বাচিত সদস্য চিশতি, জেলা ছাত্র শক্তির শেরশাহ, মুনসুর হেলাল, মাহাথির, নাজমুল, আলিফ ভূইয়া উপস্থিত ছিলেন।
এনসিপি’র টাঙ্গাইল জেলা ও উপজেলা কমিটি থেকে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য মাসুদ রানা, মামুন মিয়া, আহসান হাবীব, আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার আকাশ, ইসরাত জাহান রুমি, শেখ ফিরোজ আহমেদ, মির্জাপুর উপজেলার প্রধান সমন্বয়কারী খন্দকার মাসুদ পারভেজ, দেলদুয়ার উপজেলার প্রধান সমন্বয়কারী উর্মী আক্তার পরি, সদর উপজেলার প্রধান সমন্বয়কারী মিজানুর রহমানসহ নেতাকর্মীরা।