
স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইল এলজিইডি ভবনের কনফারেন্স হলে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান।
সমন্বয় সভায় পিপিআর-২০২৫ এর নতুন সংশোধনীগুলো নিয়ে বিস্তারিত আলোচনা এবং উন্নয়ন কাজ বাস্তবায়নের সমস্যাগুলো চিহ্নিত করে তা উত্তরণে অংশীজনদের মতামত গ্রহণ করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত সমন্বয় সভায় অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন, টাঙ্গাইল স্থানীয় সরকার অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী জাহানারা পারভীন, সহকারী প্রকৌশলী সাকিব উল হাফিজ, ঘাটাইল উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান, সখীপুর উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এসএম জাহাঙ্গীর, ফরিদ, বিপ্লব প্রমুখ।






