
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে অধ্যাপক সৈয়দ আবদুর রহমান সম্পাদিত মওলানা ভাসানীকে নিয়ে ১০০ কবির কবিতা সংবলিত গ্রন্থ ‘শত কবির কবিতায় মাওলানা ভাসানী’ গ্রন্থের প্রকাশনা, মোড়ক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ।
সংবর্ধিত অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক ও আইনজীবী, শিক্ষানুরাগী ও সমাজসেবক ব্যারিস্টার গোলাম নবী। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পিটিআই এর সুপারিনটেনডেন্ট মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, প্রাবন্ধিক, সংগঠক, আইনজীবী ও সাংবাদিক আল রুহী।
সভাপতিত্ব করেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের সভাপতি মাহমুদুল হক সানু। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ছায়ানীড় আয়োজিত অনুষ্ঠানে মওলানা ভাসানীকে নিয়ে ১০০ কবির কবিতা সংবলিত গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান বেশকয়েকজন কবিকে ভাসানী স্মারক মেডেল প্রদান করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. ফজলুল করিম, অধ্যাপক সাদি সালমান। মওলানা ভাসানীকে নিয়ে লেখা কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






