মমিনুল হক ॥
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ হাটে জনগনের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জিয়া মঞ্চের সভাপতি জাহিদুর রহমান, বিএনপি নেতা ইয়ার মাহমুদ, ঘারিন্দা ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহিন মন্ডল প্রমুখ।
লিফলেট বিতরণকালে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বল্প সময় ক্ষমতা থেকেও দেশের পরিবর্তন ঘটিয়ে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। জিয়াউর রহমান ক্ষমতা গিয়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করেছেন। যার উপর ভিত্তি করে ৫০ বছর যাবত বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে। বিদেশী অর্থ উপার্জনের প্রথম ধাপ মানবশক্তি। যারা বিদেশে অর্থ উপার্জন করে দেশে পাঠায় সেটার ব্যবস্থা তিনিই চালু করেছেন।
এ সময় তিনি আরও বলেন, আরেকটি হলো-গার্মেন্ট সেক্টর-সেটিও তিনি চালু করে দিয়েছেন। আজ বিশ্বে গার্মেন্টস শিল্পে বাংলাদেশ দ্বিতীয় রপ্তানিকারী দেশ হিসেবে পরিচিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তাই বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশকে উচ্চস্থানে নেয়ার চেষ্টা করে।