
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৪ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নিরালা মোড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুণরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
এ সময় ফরহাদ ইকবাল সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের লিফলেট বিতরণ করেন। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইল সদর আসনে কোন চাঁদবাজ, সন্ত্রাস ও কিশোর গ্যাং থাকবে না। ইউনিয়ন থেকে শুরু করে শহরে সমভাবে উন্নয়ন করবো। আমি শহরের ছেলে, সাধারণ মানুষও চায় আমি মনোনয়ন পাই। আমি মনোনয়ন পেলে সহজভাবেই জয়লাভ করবো বলে আশা করছি।






