
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দেলদুয়ার উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী।
দেলদুয়ার উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মাহবুবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খায়রুল ইসলাম প্রমূখ।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা স্টেডিয়ামে প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রদর্শনী পরিদর্শন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।






