
মধুপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের মধুপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ক্যাম্পাসে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে প্রদর্শনীর আয়োজন করে। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলের মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন।
মধুপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তরের উপজেলা পর্যায়ে “প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী” উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শহিদুজ্জামান এতে সভাপতিত্ব করে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পশু সম্প্রসারণ কমকর্তা ডাঃ জাহিদ হোসেন।
সপ্তাহব্যাপি প্রাণিসম্পদ মেলায় ৩০টি স্টল অংশগ্রহণ করে। প্রদর্শনীতে বিভিন্ন গ্রাম থেকে দুগ্ধ খামারীরা তাদের ষাড়, গাভী নিয়ে আসেন। এছাড়া মেলায় মুরগী, ডিম, দুগ্ধ জাত মিষ্টি দইসহ মধুপুরের নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর গারোদের বিভিন্ন ধরনের খাদ্য প্রনালী পোশাকসহ নানা রকমের জিনিসপত্র দেখা যায়।






