স্টাফ রিপোর্টার ॥
মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজ রক্ষায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা প্রশাসন ৫টি কলেজে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী।
দেলদুয়ার উপজেলায় অবস্থিত সরকারি সৈয়দ মহব্বত আলী ডিগ্রী কলেজ, আরফান খান ডিগ্রী কলেজ, আবুল হোসেন কলেজ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রী কলেজ ও আটিয়া মহিলা মহাবিদ্যালয়ে ফুটবল, ক্রিকেট সামগ্রী, ব্যাটমিন্টন সামগ্রীসহ অন্যান্য ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সোহেব খান, দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, জামায়াতে ইসলামীর উপজেলা আমির আল মোমেন।
দেলদুয়ার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খায়রুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার, উপজেলা ইউসিসিএল চেয়ারম্যান অপু তালুকদার শিপলু প্রমূখ উপস্থিত ছিলেন।