স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটি গঠন করা হয়েছে। আব্দুল আউয়াল তালুকদারকে সভাপতি ও আলআমিন হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। গত (২৬ নভেম্বর) টাঙ্গাইল জেলা জাতীয় পার্টি এই কমিটির অনুমোদন দিয়েছে।
দেলদুয়ার উপজেলা জাতীয় পার্টির কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে সোবহান আলী মীর, আবুল হোসেন, সামছুল হক মাস্টার, নূর আলী মেম্বার, খলিল ফরাজি ও আব্দুল মজিদ মিয়াকে। সহ-সম্পাদক হয়েছেন লাল মাহমুদ, ফারুক তালুকদার ও বাদশা আলমগীর।
কায়কোবাদ মিলনকে সাংগঠনিক ও কায়সার মিয়াকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আব্দুল বাতেন খানকে দেয়া হয়েছে পার্টির প্রচার সম্পাদকের দায়িত্ব। মোন্তাজ মিয়া অর্থ বিষয়ক ও রফিক খানকে সহ-অর্থ বিষয়ক সম্পাদক করা হয়েছে।
গত বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দেলদুয়ার উপজেলা সদরের মৌলভীপাড়ায় অবস্থিত পার্টির কার্যালয়ে কমিটির সভাপতি আব্দুল আওয়াল তালুকদারের সভাপতিত্বে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।