
মমিনুল হক ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও ভোটাররা শপথ গ্রহণ করেছেন। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে ‘আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ’ শীর্ষক মতবিনিময় সভায় এই শপথ নেওয়া হয়।
ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, টাঙ্গাইল এই সংলাপের আয়োজন করে। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী, তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রার্থীরা নির্বাচনী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করা এবং সহিংসতা পরিহারের অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ, গণসংহতি আন্দোলনের প্রার্থী, জেলা গণসংহতি আন্দোলনের সংগঠক ফাতেমা রহমান বীথি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী, জেলা এনসিপি’র সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সভাপতি একেএম মনিরুল হক ভিপি মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংগঠনটির ময়মনসিংহ বিভাগের ম্যানেজার নার্গিস আক্তার।
অনুষ্ঠানে সম্প্রীতি সংলাপ পাঠ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জেলা সহ-সভাপতি রকসি মেহেদী। এ সময় জেলা টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।






