
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর রিটার্নিং কর্মকর্তা ও টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
সভায় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, সহকারী রিটার্নিং কর্মকর্তাবৃন্দ, টাঙ্গাইল জেলা প্রশাসন, সেনাবাহিনীর কর্মকর্তা ও জেলা পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। রিটার্নিং কর্মকর্তা ও টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক নির্বাচন সংশ্লিষ্ট সকলকে নির্বাচনে সুষ্ঠ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য আহবান জানিয়ে বলেন, নির্বাচনে কোন ছাড় দেয়া হবে না। যে কোন ভাবেই হোক সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
সভায় টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ, টাঙ্গাইলের সকল সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে জানান। এ সময় অন্যান্য বক্তারাও নির্বাচনে তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গিকার ব্যক্ত করেন।





