
স্টাফ রিপোর্টার ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল- সখীপুর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক এমপি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আহমেদ আযম খান বুধবার বিকেলে (৭ জানুয়ারি) বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসায় যান। এসময় বাসাইল ও সখীপুর উপজেলার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দুই রাজনীতিবিদ একে অপরের শারীরিক কুশলাদি বিনিময় সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় আহমেদ আযম খান কাদের সিদ্দিকীকে আনুষ্ঠানিক ভাবে জানান, যে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন হতে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দিতা করছেন। তিনি কাদের সিদ্দিকীর কাছে দোয়া চান। জবাবে কাদের সিদ্দিকী আহমেদ আযম খানকে শুভ কামনা জানান। এই দুই রাজনৈতিক নেতার সাক্ষাৎকে সাধুবাদ জানিয়েছেন বাসাইল-সখীপুরবাসী।
উল্লেখ্য, কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের দুই বারের নির্বাচিত সংসদ সদস্য। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে কাদের সিদ্দিকী এ আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হয়। পরে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেন। ২০০১ সালে তিনি কৃষক শ্রমিক জনতা লীগের মনোনয়নে ২য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সব দলের অংশগ্রহণ না থাকার অভিযোগ তুলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ অংশগ্রহণ করছে না।






