
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তাঁর বিরুদ্ধে ২৩৮ টি মামলা হয়েছে বলে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে দেওয়া আয়-ব্যয় ও সম্পত্তির বিবরণীর হলফনামায় উল্লেখ করেছেন। এর মধ্যে তিনটি মামলা থেকে অব্যহতি পেয়েছেন, একটি মামলা প্রত্যাহার হয়েছে। অপর সবকটি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন।
হলফনামায় তিনি পেশা হিসেবে ব্যবসা বলে উল্লেখ করেছেন। ব্যবসা থেকে আয় ১ কোটি ২৯ লাখ ৬৩ হাজার ৮৯৩ টাকা। স্ত্রীর আয় ৩৯ লাখ ৮৮ হাজার ৪২৮ টাকা। বাড়ি ভাড়া থেকে আয় ৭ লাখ ৪৪ হাজার। হাতে নগদ রয়েছে ৩ লাখ ৩৭ হাজার ২৯২ টাকা। স্ত্রীর রয়েছে ৮ লাখ ১৫ হাজার ৭৯৫ টাকা। ব্যাংকে রয়েছে ৪১ লাখ ২২ হাজার ৫১০ টাকা। স্ত্রীর নামে রয়েছে ৬০ লাখ ৩৮ হাজার ৭২৭ টাকা। শেয়ার ও সঞ্চয়পত্রের আয় ১০ লাখ ১৫ হাজার ৬২৪ টাকা। স্ত্রীর আয় ৭ লাখ ১১ হাজার ২৫ টাকা। ফার্ম থেকে আয় ১০ লাখ ১৫ হাজার ৬২৪ টাকা।
বিভিন্ন ব্যাংকে জমা আছে ৩ কোটি ১৪ লাখ ৯৮ হাজার ২৬০ টাকা। স্ত্রীর নামে আছে ১ কোটি ২৩ লাখ ৮১ হাজার ৬৮৪ টাকা। ১টি গাড়ি আছে যার মুল্য ২৮ লাখ ৩০ হাজার। স্বর্ন আছে ৪৫ ভরি। স্ত্রীর আছে ৮০ ভরি। যা উপহার হিসেবে পাওয়া গেছে বলে হলফনামায় বলেছেন।
ইলেকট্রনিক সামগ্রী আছে ৫০ হাজার টাকার। ৫০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে। স্থাবর সম্পত্তির মধ্যে টাঙ্গাইল হাউজিংয়ে ৫.৭৭৫ শতাংশ জমি রয়েছে। যার মুল্য ২ লাখ ২৪ হাজার ২০০ টাকা। ঢাকা সিটি কর্পোরেশেনে ১৪৩.৭৫ বর্গফুট দালান রয়েছে। যার মুল্য ২ লাখ ১৫ হাজার ৬২৫ টাকা। উত্তরার ১৩ নং সেক্টরে ২৮৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে, যার মুল্য ৫৭ লাখ ৭২ হাজার টাকা। এছাড়াও গুলশানে ফ্ল্যাট ক্রয়ের জন্য অগ্রিম বুকিং দেওয়া আছে ৩৫ লাখ। আর টাঙ্গাইলে রয়েছে ১০ লাখ।
এদিকে ঢাকা ব্যাংকে গাড়ির লোন রয়েছে ১০ লাখ ৮০ হাজার ২৪৫ টাকা। হোম লোন রয়েছে ৭০ লাখ ১৪০ টাকা। ড্রাম ট্রাকের লোন রয়েছে ৪২ লাখ ৮৮ হাজার ৪৮৪ টাকা। সোনালী ব্যাংকে হোম লোন রয়েছে ৫০ লাখ টাকা। ঢাকা ব্যাংকে স্ত্রীর নামে হাউস লোন রয়েছে ১০ লাখ ৮০ হাজার ২৪৫ টাকা। ২০২৫-২৬ সালে আয়কর দিয়েছেন ৪১ লাখ ৪৭ হাজার ৫৯৬ টাকা। তার স্ত্রী আয়কর দিয়েছেন ৯ লাখ ৯৮ হাাজর ৩০৬ টাকা।






