
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি-অটোরিক্সা শ্রমিকদল দেলদুয়ার উপজেলা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন দেলদুয়ার উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আলিম মিয়া।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি-অটোরিক্সা শ্রমিক দলের দেলদুয়ার উপজেলা আঞ্চলিক শাখার সভাপতি হিটলার মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু, সদস্য সচিব বাবলু চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোলায়মান মিয়া।
দেলদুয়ার উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহেল, উপজেলা সিএনজি-অটোরিক্সা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শ্রমিক দল নেতা সুমন মিয়া।






