
স্টাফ রিপোর্টার ॥
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসচালক, হেলপারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সাভার পরিবহনের বাসচালক আলতাফ (২৫), হেলপার সাগর (২৪) ও চালকের সহযোগী রাব্বি (২১)।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ সাংবাদিকদের জানান, বুধবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার মিরপুর সরকারি বাংলা কলেজের দর্শন বিভাগের এক ছাত্রী (২৬) ঢাকার সাভারের রেডিও কলোনী এলাকা হতে আশুলিয়া যাবার জন্য সাভার পরিবহনের একটি বাসে উঠেন। বাসে তখন দুইজন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা তাদের গন্তব্যে নামার পর ওই কলেজছাত্রীকে জোর করে আটকে রেখে সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওই নারীকে রাতভর গণধর্ষণ করে ও তারা ভিডিও ধারণ করে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর দাঁড়ালে হাইওয়ে পুলিশের একটি টিম বাস থামিয়ে জিজ্ঞাসাবাদে ঘটনা জানতে পারে। গ্রেফতারকৃত আসামি ও ভিকটমকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, হাইওয়ে পুলিশ ভিকটিম ও আসামিদের আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।





