
স্পোর্টস রিপোর্টার ॥
জাতীয় (অনুর্দ্ধ-১৬) ক্রিকেটে ১৩৯ রানের বিশাল ব্যবধানে টাঙ্গাইল জেলা দল জামালপুর (অনুর্দ্ধ-১৬) ক্রিকেট দলকে হারিয়ে শুভ সূচনা করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী ম্যাচে টাঙ্গাইল (অনুর্দ্ধ-১৬) ক্রিকেট দল টসে হেরে প্রথমে ব্যাটিং করে।
টাঙ্গাইল দল নির্ধারিত ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সিয়াম খান ৫৬, সাজিদ ৫২, রুদ্র অপরাজিত ৩০ ও ঈশান ২৮ রান করে। বোলিংয়ে বিজিত জামালপুর জেলা (অনুর্দ্ধ-১৬) ক্রিকেট দলের পক্ষে আলভী ১৮ রানে ৩টি উইকেট দখল করে।
জবাবে জামালপুর জেলা দল ২১.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯২ রান করলে ১৩৯ রানের ব্যবধানে টাঙ্গাইল জেলা দল জয়লাভ করে। জামালপুর জেলা দলের হয়ে সাজিদ ২১ ও আবিদ ১৯ রান করে। বিজয়ী দলের রিফাত ৩টি এবং নাফিউল ও শিশির ২টি করে উইকেট দখল করে।
আগামী (১৭ জানুয়ারি) নেত্রকোনা জেলা (অনুর্দ্ধ-১৬) ক্রিকেট দলের সাথে টাঙ্গাইল জেলা দল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে।
টাঙ্গাইল জেলা (অনুর্দ্ধ-১৬) ক্রিকেট দলের যারা খেলছেন, তারা হলেন- সাজিদ, ঈশান, নাহিয়ান, মাহিন, রুদ্র, রিফাত, নাফিজ, সাকিব, শিশির, নাফিউল, নুর খান, মারুফ, রাকীব ও রিমন খান। কোচ- ইসলাম খান, সহকারী কোচ- নির্মল কুমার ভৌমিক এবং ম্যানেজার- মোজাম্মেল হক।






