
স্পোর্টস রিপোর্টার ॥
আগামীকাল শুক্রবার (২৩ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা (অনুর্দ্ধ-১৬) ক্রিকেট দল সেমিফাইনালে ময়মনসিংহ জেলার মুখোমুখি হবে। এর আগে বুধবার (২১ জানুয়ারি) কিশোরগঞ্জ স্টেডিয়ামে ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেটে নেত্রকোনা জেলা (অনুর্দ্ধ-১৬) ক্রিকেট দলকে ১০ উইকেটে হারিয়েছে টাঙ্গাইল জেলা দল।
কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপের শেষ খেলায় টাঙ্গাইলের পেসার নাফিজের দুদার্ন্ত বোলিংয়ে নেত্রকোনা জেলা ১৯.৫ বলে ২৭ রানেই অলআউট হয়ে যায়। নাফিজ ৮ রানে ৬টি ও রিফাত ৭ রানে ৩টি উইকেট দখল করে।
জবাবে টাঙ্গাইল জেলা ক্রিকেট দল মাত্র ৩ ওভারে কোন উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। টাঙ্গাইল জেলা দলের সাজিদ ৭ ও ঈশান ১৪ রান করে অপরাজিত থাকে।






