
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এবং ওয়ার্ড যুবদলের পাশাপাশি সভা-সমাবেশ আহবান করায় উত্তেজনার সৃষ্টি হয়। এই অবস্থায় উভয়পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এর ফলে বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকেলে কাদের সিদ্দিকীর সখীপুর উপজেলায় বাসভবনে কৃষক শ্রমিক জনতা লীগের সমন্বয় সভা এবং বাসভবনের সামনের মসজিদ মাঠে ওয়ার্ড যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়নি। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল রনী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও উভয়পক্ষের নেতাকর্মী সূত্রে জানা গেছে, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বুধবার (২১ জানুয়ারী) বিকেলে সখীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডে তার বাসভবনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে নিয়ে সমন্বয় সভা ডাকেন।
এদিকে কাদের সিদ্দিকীর বাসভবনের সামনের একটি মসজিদ মাঠে দোয়া ও মাহফিলের আয়োজন করে স্থানীয় ওয়ার্ড যুবদল। পরিস্থিতি দেখে কাদের সিদ্দিকী তাঁর সমন্বয় সভা স্থগিত ঘোষণা করে এক দিন পিছিয়ে পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) করার সিদ্ধান্ত দিয়েছিলেন। অন্যদিকে ওয়ার্ড যুবদলের দোয়া ও মাহফিলে উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল একই স্থানে কর্মী সমাবেশ কর্মসূচির ঘোষণা করেন।
পাশাপাশি দুটি কর্মসূচিকে ঘিরে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সারা দিন পৌর শহরে উত্তেজনা বিরাজ করে। পরে সখীপুর উপজেলা প্রশাসন উভয়পক্ষের কর্মসূচি বন্ধ ঘোষণা করে দেয়। বিকেলে কাদের সিদ্দিকীর বাসভবনের আশপাশে ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান নেন।





