
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর দায়িত্বপ্রাপ্ত ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) বাসাইল উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রশিক্ষন ইনস্টিউট ঢাকা এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হক।
এ সময় তিনি সর্বোচ্চ নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
বাসাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আকলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম।
এছাড়াও বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে সকলের প্রতি আহ্বান জানান। এছাড়াও জেলা প্রশাসক বেশকয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন ও নির্বাচন কার্যক্রমকে আরো স্বচ্ছ ও নিরাপদ করতে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোট কেন্দ্রে আইপি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন ।






