
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে Institutional Quality Assurance Cell (IQAC) এর আয়োজনে BNQFAlignment for Accreditation: Key Concepts, Structure, and Implementation Strategies শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল আজীম আখন্দ।
রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল QA & NQF এর পরিচালক প্রফেসর মোহাম্মদ তাজিব উদ্দিন। কোর্স ডিরেক্টরের দায়িত্ব পালন করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. খায়রুল ইসলাম এবং পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহ্ আদিল ইশতিয়াক আহমদ।
প্রশিক্ষণে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (BNQF) এর মূল ধারণা, কাঠামো এবং অ্যাক্রেডিটেশন বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “উচ্চ শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে (BNQF) এর সঙ্গে একাডেমিক কার্যক্রমের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।” রিসোর্স পারসন অধ্যাপক মোহাম্মদ তাজিব উদ্দিন অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় গুণগতমান নিশ্চিত করার বিভিন্ন বাস্তবমুখী কৌশল তুলে ধরেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও মানসম্মত ও আন্তর্জাতিক মানদন্ডে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






