
সোহেল রানা, কালিহাতী ॥
বিগত ২০২৪ সালের ৫ আগস্ট এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান ও চরমোনাই পীর সৈয়দ মুফতি রেজাউল করিম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে যেসব আইন ও নীতির মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে, তা মানুষের কল্যাণের পরিবর্তে দুর্নীতি, অর্থপাচার ও মানবিক বিপর্যয়ই ডেকে এনেছে। গত ৫৩-৫৪ বছর ধরে যে রাজনৈতিক ব্যবস্থায় দেশ পরিচালিত হয়েছে, সেই ব্যবস্থার ফলেই বাংলাদেশকে একাধিকবার দুর্নীতির তালিকায় শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এই শাসন ব্যবস্থায় হাজার হাজার মা তাদের সন্তান হারিয়েছেন, দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে এবং তথাকথিত ‘বেগম পাড়া’ তৈরির অভিযোগ উঠেছে। স্বাধীন দেশ হওয়া সত্ত্বেও নীতিনির্ধারণে বিদেশি তাবেদারির সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিহাতী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন পরিচালনার জন্য যে আইন পাস করা হবে, সেই আইন অনুযায়ীই দেশ পরিচালিত হবে। তাই সৎ, ন্যায়পরায়ণ ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসলামের পক্ষে একটি ভোট মানেই ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। হাতপাখা প্রতীকে একটি ভোট বাড়লে ইসলামের শক্তিও বৃদ্ধি পাবে।
নির্বাচনী সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আলী আমজাদ হোসেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা রেজাউল করিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়ামের সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
এছাড়াও কালিহাতী ও ঘাটাইল উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশসহ এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশে উপস্থিত ছিলেন।






