
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এলেঙ্গা পৌর শাখার উদ্যোগে এলেঙ্গাতে গণমিছিলটি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের নিয়ে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মিছিল নিয়ে এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে কলেজ মোড় ও সামওয়ান গেইট হয়ে পুণরায় কলেজ মোড়ে এসে মিছিল শেষ হয়।
কালিহাতী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ১১ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক বলেন, আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজমুক্ত কালিহাতী গড়তে চাই। জুলুমবাজদের হাত থেকে কালিহাতীকে মুক্ত করতে চাই। নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ কালিহাতী গড়তে একবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কালিহাতী উপজেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান বায়েজিদ, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান বিন সিদ্দিক, এলেঙ্গা পৌর শাখার সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক সেলিম মোল্লা প্রমুখ।






