
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ও বাসাইল পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা। বুধবার (২৮ জানুয়ারী) রাতে বাসাইল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফজাল হোসেন উত্তম কুমার সাহা ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সদ্য যোগদানকারী উত্তম কুমার সাহা সকলকে আগামী (১২ ফেব্রুয়ারী) দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খানকে বিজয়ী করার আহবান জানান। এ সময় তিনি আরও বলেন, আমি প্রায় ৩৩ বছর যাবৎ বিএনপির রাজনীতি করি।
বিগত ২০২৪ সালের (৫ আগস্টের) পর বিএনপির রাজনীতি বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। এছাড়া জামায়াতে ইসলামীর আদর্শ আমার ভালো লাগে। তাই আমি বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে বসবাস করতে চাই।






