স্টাফ রিপোর্টার ॥
ময়মনসিংহ কারাগার হতে হত্যা মামলার ৩ জন পলাতক আসামি সহোদর ৩ ভাই সিপিসি-৩ , র্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিএসসি এর যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, ময়মনসিং জেলার তারাকান্দা থানার মধ্যতারাটি পশ্চিমপাড়া গ্রামের হযরত আলীর ছেলে রাশেদুল ইসলাম (২৫), জাকিরুল ইসলাম (২৮) এবং আনিছ মিয়া (৩২)। বৃস্পতিবার (২৯ জানুয়ারী) রাতে টাঙ্গাইল হতে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (৩০ জানুয়ারী) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ জানুয়ারী ময়মনসিংহ কারাগার হতে হত্যা মামলার ৩ জন আসামি জেল কর্তৃপক্ষের কতিপয় অসাধু সদস্যের সহায়তায় কারাগার হতে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতকরা ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার হত্যা মামলার আসামি। গত ২৩ জানুয়ারী র্যাব তাদেরকে গ্রেফতারপূর্বক থানার মাধ্যমে আদালতে সোপর্দ করেন। তারা পরস্পর যোগসাজসে কারাগার হতে ২৭ জানুয়ারি পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে বিষয়টি র্যাব-১৪, ময়নমনসিংহ এর নজরে এলে র্যাব-১৪ সিপিসি-৩, টাঙ্গাইল ও সিপিএসসি এর দুইটি চৌকস টিম বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) রাতে টাঙ্গাইল হতে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত পলাতক বন্দি/ আসামিদের যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে।