
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর দায়িত্বপ্রাপ্ত ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারী) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিউট ঢাকা এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হক।
এ সময় তিনি সর্বোচ্চ নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম।
পরে জেলা প্রশাসক সদর উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে সকলের প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি নির্বাচন কার্যক্রমকে আরো স্বচ্ছ ও নিরাপদ করতে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোট কেন্দ্রে আইপি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন ।






