কালিহাতীতে স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচনে মনোনয়ন সংগ্রহে অনিয়মের অভিযোগ

কালিহাতী টাঙ্গাইল লিড নিউজ শিক্ষা

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়ন সংগ্রহ ও জমা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। রবিবার (২৬ মে) নির্বাচন স্থগিত চেয়ে ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছেন মনোনয়ন সংগ্রহে ইচ্ছুক অভিভাবক প্রার্থীরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ০৬ জুন বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের লক্ষে গত ২২ মে থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। ২২-২৫ মে ৯ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। ২৫ মে মনোনয়ন সংগ্রহ ও জমার শেষ দিন ছিল।
অভিযোগ সুত্রে জানা যায়, মনোনয়নপত্র উত্তোলন ও জমা রামপুর উচ্চ বিদ্যালয়ের অফিস থেকে করা যাবে বলে ভুক্তভোগী অভিভাবকদের জানান প্রধান শিক্ষক মীর কামরুজ্জামান। যথানিয়মে তারা মনোনয়নের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে যান। এ সময় প্রধান শিক্ষক মনোনয়ন দিতে অপারগতা প্রকাশ করে শেষ সময়ে তিনি বলেন উপরের চাপ থাকার কারণে মনোনয়ন দিতে পারছিনা। আপনারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছ থেকে মনোনয়ন ফরম ক্রয় এবং জমা দিন।
পরে অভিভাবকরা উপজেলা শিক্ষা অফিসে মনোনয়ন ক্রয় করার জন্য যাওয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি প্রদান করে। এমতাবস্থায় মনোনয়ন পত্র সংগ্রহ না করেই তারা ফেরত আসেন। তারা বর্তমান অবৈধ তফসিল বাতিল করে পুনরায় তফসিল দেওয়ার জন্য দাবি জানান।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর কামরুজ্জামান বলেন, মনোনয়নপত্র দেওয়ার এখতিয়ার আমার ছিলনা। এর দায়িত্ব সম্পুর্ণ প্রিজাইটিং অফিসারের। যারা নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক তারা নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।
কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার একেএম আমির হোসেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানান, সে এরকম কথা বলতে পারেননা। সে যদি এরকম কথা বলে থাকেন তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

২২৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *