
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক শিহাব রায়হান, সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল নাসের উদ্দিন খান পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহম্মদ আজিজুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় জেলার আইনশৃঙ্খলা বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।