
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পরিবেশক মালিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ ছালাম।
সংগঠনের সাবেক সভাপতি খোকন খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচলনায় প্রধান বক্তা ছিলেন, টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি ও জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান খান শামীম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন।
নাগরপুর বাজার বনিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল, টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নাগরপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এরশাদ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা পরিবেশক মালিক সমিতির সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে পরিবেশক মালিক সমিতির সদস্যরা কন্ঠ ভোটের মাধ্যমে তিন বছরের জন্য খোকন খানকে সভাপতি ও আবুল কালামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।