কালিহাতীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কালিহাতী টাঙ্গাইল

কালিহাতী প্রতিনিধি ॥
হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, কালিহাতী থানার (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গণেশ চন্দ্র সাহা প্রমুখ।
সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মজনু ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ সেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পূজা মন্ডপের প্রতিনিধিরা ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শারদীয় দুর্গোৎসব যথাযথভাবে উদযাপন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয় এবং সকলকে ধর্মীয় রীতিনীতি মেনে চলার আহবান জানানো হয়। এছাড়াও আইনশৃঙ্খলা কিভাবে শান্তিপূর্ণ থাকবে সে বিষয়ে আলোকপাত করেন বক্তারা। এ সময় অপরাধ দমনে পূজামন্ডপ অঙ্গনে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উপর জোর দেওয়া হয়।
উল্লেখ্য, এ বছর কালিহাতী উপজেলায় ১৯২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

 

৩৫৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *