
স্টাফ রিপোর্টার ॥
‘এসো নবীন দলে দলে, ছাত্রদলের পতাকা তলে’ স্লোগান টাঙ্গাইলে ছাত্রদলের সদস্য সংগ্রহ শুরু হয়েছে। রোববার (২৫ মে) বঙ্গের আলীগড় খ্যাত সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে জেলা ছাত্রদলের উদ্যােগে সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়।
টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব এমএ বাতেন। এ সময় উপস্থিত ছিলেন সা’দত কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিমন হাসান, সদস্য সচিব কামরুজ্জামান আকাশ, সাবেক সভাপতি শাহাদত হোসেন রানা, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ভেনাস ও লুৎফর রহমান চঞ্চল প্রমুখ।
এ সময় ছাত্রদল নেতারা বলেন, জেলার ইউনিটগুলোর সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি প্রয়োজন। সা’দত কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রোকন মোল্লা বলেন, টাঙ্গাইলের ছাত্র রাজনীতির আতুড়ঘর সাদত কলেজ। এখানকার ছাত্রনেতারা জেলার গণ্ড পেরিয়ে জাতীয় রাজনীতিতেও ভূমিকা রেখেছেন। তাই ছাত্র-ছাত্রীদের প্রাণের সংগঠন ছাত্রদলে যুক্ত হয়ে নতুনরা দল ও জাতির কল্যাণে কাজ করবে এ প্রত্যাশা করি। আমি এই কলেজের ছাত্রদলের একজন প্রাক্তন কর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করি। ছাত্র রাজনীতিতে নতুনদের সম্পৃক্ত ও গণতান্ত্রিক চেতনায় গড়ে তুলতে এমন কার্যক্রমকে স্বাগত জানান কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা।
উল্লেখ্য, বিগত ১৯২৬ সালে টাঙ্গাইলের করটিয়ায় সাদত কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে উপমহাদেশের প্রথম মুসলিম প্রিন্সিপাল হিসেবে দায়িত্বপালন করেন বরেণ্য সাহিত্যিক ইব্রাহীম খাঁ। এক সময় জাঁকজমকপূর্ণভাবে সাদত কলেজ ছাত্রসংসদ (সাকসু) নির্বাচন হতো।