প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা

টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুন) বিকেলে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, ডা. কামরুল ইসলাম খান, ছানোয়ার হোসেন এমপি, শাহজাহান আনছারী, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, খান আহমেদ শুভ এমপি, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, কার্যকরি সদস্য এডভোকেট মামুন অর রশিদ, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীরসহ এ সময় জেলা আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি, কোরআনখানী, বৃক্ষ রোপনসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ।

 

৯৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *