মির্জাপুরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইল মির্জাপুর রাজনীতি

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
র‌্যালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। রবিবার (২৩ জুন) সকালে দলীয় কার্যালয় হতে বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুরাতন বাস স্টেশনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শেষ করেন। পরে নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর মির্জাপুর উপজেলা ক্রীড়া সংস্থার ভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি মীর শরীফ মাহমুদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্তর সঞ্চালনায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানি, প্রবীন আওয়ামী লীগ নেতা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান খান বাবুল, সৈয়দ ওয়াহিদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। মির্জাপুর উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটা ও দোয়া মাহফিল করা হয়।

১৮৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *