সখীপুর বণিক সমিতির সভাপতি বিল্লাল, সাধারণ সম্পাদক লোকমান

টাঙ্গাইল সখিপুর

সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিল্লাল হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন লোকমান হোসেন। শনিবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদের পুরনো হলরুমে বণিক সমিতির সদস্যদের ভোট গ্রহণ শেষে রাত ৮ টার পরে ফলাফল ঘোষণা করা হয়। ছাতা প্রতীকে ৯৬৮ ভোট পেয়ে বিল্লাল হোসেন সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী খলিলুর রহমান চেয়ার প্রতীকে পান ৯৪৪ ভোট। আম প্রতীকে ৮১৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লোকমান হোসেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী শরীফুল ইসলাম লেবু মোরগ প্রতীকে ৭৮৫ ভোট পান।
এছাড়া সহ-সভাপতি হয়েছেন জাহাঙ্গীর আলম। সহসম্পাদক জেলহক সিকদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাহিদ, দপ্তর সম্পাদক সামাদ মিঞা, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান, প্রচার সম্পাদক রঞ্জিত শীল ও ক্রীড়া সম্পাদক হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদের এ নির্বাচনে ৯ পদে বিভিন্ন প্রতীকে মোট প্রার্থী হয়েছিলেন ২৬ জন। মোট ভোটার ছিলেন ২৩৫৩ জন। ভোট দিয়েছেন ২১৩৩ জন ভোটার।

১৬৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *