
স্টাফ রিপোর্টার ॥
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিতর্কিত শিক্ষক নাদিরা ইয়াসমিনকে টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজে বদলির প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। সোমবার (২ জুন) সকালে কলেজের শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা নাদিরাকে যোগদান করতে না দেওয়ার ঘোষণা দেন। একই সাথে তাকে চাকরিচ্যুত করাও হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এ সময় বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থী ফাহাদ, জিয়াদ মিয়া, শাহরিয়ার, তরিকুল ইসলাম টুটুল প্রমুখ।
এ সময় শিক্ষার্থীরা বলেন, নাদিরা ইয়াসমিন ইসলাম ধর্ম, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) কে নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। এছাড়া কুরআনের উত্তরাধিকার আইন নিয়েও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। ফলে তার উপস্থিতি কলেজের ধর্মীয় পরিবেশ ও শিক্ষার্থীদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমরা কোনভাবেই এমন বিতর্কিত শিক্ষককে আমাদের কলেজে স্থান দেবো না।
করটিয়া সরকারি সা’দত কলেজের মার্স্টাসের শিক্ষার্থী জিহাদ মিয়া বলেন, নাদিরা ইয়াসমিন প্রকাশ্যে ইসলাম ধর্মের বিরুদ্ধে কুৎসা রটিয়ে আমাদের পবিত্র বিশ্বাসের অবমাননা করেছে। তার বক্তব্য মুসলমান ও ছাত্রদের ঈমান, আকিদা এবং ধর্মীয় অনুভূতির ওপর সরাসরি আঘাত করেছে। ইসলাম অবমাননাকারীকে কোনোভাবেই আমরা সহ্য করবো না। তাকে আমাদের কলেজের কোনভাবেই যোগদান করতে দিবো না। আমাদের কলেজের মাটিতে তার কোন স্থান হবে না। বদলির আদেশ দ্রুতই বাতিলের দাবি করছি। একই সাথে তাকে চাকরিচ্যুত করতে হবে।
পরে কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মিয়ার বরাবর দুই দফা দাবিতে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন।
রোববার (১ জুন) ধর্ম অবমাননার অভিযোগের পর ওএসডি হওয়া ও সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত থাকা সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে টাঙ্গাইলের করটিয়া সা’দত সরকারি কলেজে সংযুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি জানাজানি হলে সন্ধ্যার পর থেকে সরকারি সা’দত সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে রোববার (১ জুন) রাত ৯টার দিকে কলেজের ওয়াজেদ আলী খান পন্নী হলের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচি পালন করে। কর্মসূচিতে শিক্ষার্থীরা সরকারি সা’দত কলেজে যোগদানের প্রজ্ঞাপন (৪ জুনের) আগেই বাতিল করার দাবি করেন।
সরকারি সা’দত কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ তালুকদার বলেন, বিষয়টি আসলে বিব্রতকর। যদি নাদিরা ইয়াসমিনকে যোগদানকে কেন্দ্র করে কোন বাঁধা আসে তাহলে বিষয়টি বিবেচনায় নেয়া হবে। প্রয়োজনে যোগদান না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো হবে। এর আগে, (২৫ মে) ধর্ম অবমাননার অভিযোগের পর তাকে নরসিংদী সরকারি কলেজ থেকে ওএসডি করে সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই আবার নতুন আদেশে তাকে বদলি করা হলো।
উল্লেখ্য, সম্প্রতি ‘হিস্যা’ নামে একটি ম্যাগাজিনে ‘বিতর্কিত লেখা’ ছাপানোর অভিযোগ তুলে তাকে অপসারণ ও শাস্তির দাবি জানায় হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলামের ‘৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের’ আলটিমেটাম দেওয়ার পর নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়।